




Together to help the world better!
Please help us change lives around the country.
আঞ্জুমান মুফিদুলের ইতিহাস
১৯০৫সালে শেঠ ইব্রাহিম মুহাম্মদ ডুপ্লের উদ্যোগে কলকাতায় এ প্রতিষ্ঠানটি সাংগঠনিক রূপ পায়। কারো নামে প্রতিষ্ঠানটি গড়ে উঠে নি। সেবামূলক এ প্রতিষ্ঠানের নাম দেওয়া হয় “আঞ্জুমান মুফিদুল ইসলাম” । এ তিনটি শব্দের অর্থ হচ্ছে “ইসলামী জনকল্যাণ সংস্থা” ।
১৯০৫ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়কালে এই উপমহাদেশের বেশ কয়েকজন স্বনামধন্য মুসলমান ব্যক্তিত্ব আঞ্জুমানের দায়িত্ব পালন করেন। তাঁদের মধ্যে জাস্টিস সৈয়দ শরফুদ্দিন, প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ, স্যার নবাব সলিমুল্লাহ বাহাদুর, নওয়াব সৈয়দ নবাব আলী চৌধুরী, স্যার খাজা নাজিম উদ্দিন, শেরে বাংলা এ কে ফজলুল হক, খান বাহাদুর এম, আজিজুল হক, খান বাহাদুর এস কে ফজলে ইলাহী, জনাব হোসেন শহীদ সোহরাওয়ারদী ও খান বাহাদুর মনজুর মোরশেদের নাম উল্লেখযোগ্য।

কিভাবে সাহায্য করবেন?

দান খুঁজুন
আপনার দান খুঁজে নেন, সাধারন, যাকাত, সাদকা

দান করুন
প্রয়োজনীত তথ্য সমুহ দিয়ে দান করোন।

অন্যজনকে শেয়ার করুন।
আপনার পাশের জনকে শেয়ার করে মানবিক কাজে অর্ন্তভুক্ত করোন

সাহায্যে এগিয়ে আসুন
গরীব, দুঃস্থ সাহায্য প্রদান করে মানুষের কল্যানে এগিয়ে আসুন
Helping Hands News