মিশন এবং ভিশন

মিশন


  • মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের সদস্যদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নীত করা।
  • আর্থ-সামাজিক সমস্যা গুলো চিহ্নিত করণের মাধ্যমে কিভাবে দারিদ্র্য বিমোচন কর্মসূচী গ্রহণের করা যায় তাঁর কর্মকৌশল নির্ধারণ করা।
  • সুবিধাবঞ্চিত পরিবারের ছেলে ও মেয়েদের মধ্যে ধর্মীয়, বৈজ্ঞানিক ও কারিগরি শিক্ষার প্রসারে উৎসাহিত করণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা।
  • অনাথ, বিধবা, দরিদ্র, বৃদ্ধ, দুর্বল, অকার্যকর, দুস্থ ও অসহায় মানুষদের সহযোগিতা করার মাধ্যমে স্বাবলম্বী করে উপকারী নাগরিক হিসেবে গড়ে তোলা।
  • কম নারী ও শিশুদের আশ্রয়, রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা।
  • দেশে অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্বল্পমেয়াদী ত্রাণ বিতরণ ব্যবস্থা গ্রহণ করা।
  • ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগ্য ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করা।
  • হাসপাতালে বা রাস্তায় মারা যাওয়া মুসলমানদের দাবিহীন মৃতদেহ দাফন করা এবং পর্যাপ্ত সম্পদ ছাড়াই মৃতদের ইসলামিক রীতিনীতি অনুযায়ী দাফন করতে সহায়তা করা।
  • অন্যান্য সমস্ত ধর্মীয় গোষ্ঠীর দাবিহীন মৃতদেহ বহন করা এবং ধর্মীয় আচার পালনের জন্য তাদের নিজ নিজ সমাজের কাছে হস্তান্তর করা।
  • ধর্ম, বর্ণ বা গোষ্ঠী নির্বিশেষে ব্যক্তিদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা।
  • আঞ্জুমান (AMI) এর মতাদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করা।

ভিশন


বাংলাদেশ প্রাক্তন পূর্ব বাংলা এবং বাংলা থেকে আগত মানুষদেরকে সাথে নিয়ে একটি সুখী সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর ভবিষ্যৎ গঠনের আশায় আঞ্জুমান মুফিদুল ইসলাম এই ভিশন নিয়ে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশে বসবাসকারী সকল নাগরিক এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের কাছ থেকে চাঁদা, দান, সদকা, যাকাত ইত্যাদির আহরণের মাধ্যমে উপরে উল্লিখিত ব্যক্তিদের সহযোগিতা করার মাধ্যমে লক্ষ্যটি অর্জন করতে পারে। তাই সকলকে আঞ্জুমান মুফিদুক ইসলামকে উদারভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।