বহুতল ভবন নির্মাণ

আয়ের উৎস সৃষ্টির লক্ষ্যে আঞ্জুমানের নিজস্ব ২২ কাঠা জমির ওপর বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সংস্থার সিনিয়র সহ-সভাপতি জনাব এম.এ.মালেক এর নেতৃত্বে একটি সাব-কমিটি এবং নির্বাহী সদস্য প্রকৌশলী মোহাম্মদ আসাদ উল্লাহ’র নেতৃত্বে একটি টেকনিকেল সান-কমিটি কাজ করে যাচ্ছে। নকশা অনুমোদনের জন্য সি.ডি.এ তে অনেক আগে থেকেই কাগজ পত্র জমা দেওয়া হয়েছিল। ভবিষ্যতে সম্পূর্ণ এরিয়া কর্মাশিয়াল বিবেচনায় প্রাপ্ত অনুমোদনের উপর ভিত্তি করে অধিক আয়তনের ১,৫৫,৪০৭.১১ বঃ ফুঃ বর্তমান ২৪তলার ফাউন্ডেশন দিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করা হবে এবং প্রাথমিক পর্যায়ে ১৭তলা পর্যন্ত নির্মাণ করা হবে। আশা করা যাচ্ছে যে, উক্ত এলাকা পুরোপুরি Commercial হয়ে যাবে। ভবিষ্যতে ২৪তলা ভবন FAR এবং Commercial বিবেচনায় করা হবে। উক্ত ভবনে চিকিৎসা কেন্দ্র ও কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র চালু করার ভবিষ্যত পরিকল্পনা আছে।