নিজস্ব কবরস্থান নির্মাণ

নিজস্ব কবরস্থান নির্মাণ

বেওয়ারিশ লাশ দাফনের উদ্দেশ্যে সংস্থাটি গঠিত হলেও অধ্যাবধি নিজস্ব কবরস্থানের কোন ব্যবস্থা করা সম্ভব হয়নি। চট্টগ্রাম শাখার প্রতিষ্ঠানলগ্ন থেকেই নগর ২২ মহলা কমিটির বদান্যতায় চৈতন্য গলি কবরস্থানে ঐ সব হতভাগ্য ঠিকানাবিহীন লাশদের দাফন করা হচ্ছে। কবরস্থান সমস্যা সমাধানের জন্য অত্র সংস্থার সহ-সভাপতি জনাব শামশুল আলম শামীম একখণ্ড জমির খোঁজ দিয়েছেন। তিনি কয়েক লক্ষ টাকা খরচ করে ঐ জমির তথা কবরস্থানের প্রাচীর তৈরী করে পবিত্রতাসহ রক্ষণাবেক্ষণ করে আসছেন। এই কবরস্থানের জায়গা বরাদ্ধের বিষয়ে সর্বশেষ হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উক্ত কবরস্থানের দীর্ঘ মেয়াদী বন্দোবস্তো চেয়ে জেলা প্রশাসক চট্টগ্রামের নিকট মূল নথি পেশ করেছিলেন। সর্বশেষ গত ১/০৯/২০১৮ খ্রি তাং ভূমি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে মাননীয় মন্ত্রী ভূমি মন্ত্রণালয় জনাব সাইফুজ্জামান চৌধুরী জাভেদ মহোদয়ের সাথে সংস্থার সভাপতি ও নেতৃবৃন্দসহ সাক্ষাৎ করা হবে। এ ছাড়াও বৃহত্তর পরিসরে কোথাও জায়গা পাওয়া যায় কিনা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ও নানাভাবে চেষ্টা করা হচ্ছে।