এতিমখানা

এতিমখানা

সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক মরহুম হাজী মোহাম্মদ জাকারিয়ারার জ্যেষ্ঠ পুত্র নির্বাহী ও উক্ত এতিমখানার সেক্রেটারী জনাব মোঃ হরমুজ শাহ বেলাল ১৯৯৭ খ্রিঃ সালে ০৮(আট) শতক জমি আঞ্জুমান মুফিদুল ইসলামের নামে দান করেন। শর্ত থাকে যে, আঞ্জুমান মুফিদুল ইসলাম আনোয়ারা জাকারিয়া-এতিমখানা নামে এতিমখানার নামকরণ করতে হবে। আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের তত্ত্বাবধানে ও মরহুম হাজী জাকারিয়া সাহেবের প্রচেষ্টায় ৬০লক্ষ টাকা ব্যয়ে প্রাপ্ত জমিতে দোতলা ভবন তৈরী করে ২০০৯ খ্রিঃ সাল থেকে এতিমখানা পরিচালিত হয়ে আসছে। এই এতিমখানা পরিচালনার জন্যে ২১সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে আঞ্জুমানের নির্বাহী কমিটির ৫জন সম্মানিত সদস্য সিনিয়র সহ-সভাপতি জনাব এম এ মালেক, সাধারণ সম্পাদক জনাব নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ জনাব মোরশেদুল আলম কাদেরী, সহ-সাধারণ সম্পাদক কাজী মোঃ আশেকে এলাহীও নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ আসাদ উলাহ প্রতিনিধিত্ব করছেন। বর্তমানে ৪৮জন এতিমের ভরণ-পোষণের ও শিক্ষার ব্যবস্থা চালু আছে। বর্তমানে এতিমখানার ছেলেরা কৃতিত্বের সাথে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। এতিমখানা কর্তৃক সংগৃহীত টাকার মধ্যে এখন এতিমখানা তহবিলে প্রায় ০১ (এক) কোটি ৩০(ত্রিশ) লক্ষ টাকার মত আছে। ছাত্ররা দ্বাদশ শ্রেণিতে ০২জন, একাদশ শ্রেণিতে ০১জন, দশম শ্রেণিতে ০২জন, নবম শ্রেণিতে ০২জন, অষ্টম শ্রেণিতে ০৩জন, সপ্তম শ্রেণিতে ০৩জন, ৬ষ্ঠ শ্রেণিতে ০৩জন, ৫ম শ্রেণিতে ০৪জন, ৪র্থ শ্রেণিতে ০৩জন, ৩য় শ্রেণিতে ০৫জন, ২য় শ্রেণিতে ০৫জন ও ১ম শ্রেণিতে ০৭জন ছাত্র লেখাপড়া করছে।