কোরআন শিক্ষা

কোরআন শিক্ষা

যেখানে ৯০% মুসলিম মেয়েদের বসবাস, সেখানে সরকারীভাবে ধর্মীয় শিক্ষা প্রদানের জন্য কোন শিক্ষিকা নেই। আমরা সেখানে ২০০৫খ্রি সাল থেকে একজন ধর্মীয় শিক্ষক দিয়ে তাঁর বেতন দিয়ে আসছি। ২০১৯খ্রি সালে ৮জন বালিকা কোরআন শরীফ পাঠ সম্পন্ন করেছে। ২০২০খ্রি সালে ৬জন বালিকা কোরান শরীফ পাঠ সম্পন্ন করেছে। সুবিধাবঞ্চিত বস্তিবাসী ছেলেমেয়েদের সকাল বেলায় সংস্থার নিয়োগকৃত একজন মৌলানা দ্বারা কোরআন শিক্ষা প্রদান করা হয়। ২০১৯খ্রি সালে ০৮জন বালক ও বালিকা এবং ২০২০খ্রি সালে ০৫জন বালক ও বালিকা পবিত্র কোরান শরীফ পাঠ সম্পন্ন করেছে। অফিস কর্তৃক উক্ত কোরআন শিক্ষাকেন্দ্র দেখাশুনা করা হয়।