২০২১ সালে জ্বালানির বৈশ্বিক ব্যবহার বেড়েছে ৫.৮০%

২০২১ সালে জ্বালানির বৈশ্বিক ব্যবহার বেড়েছে ৫.৮০%

২০২১ সালে জ্বালানির বৈশ্বিক ব্যবহার ৫ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। গত বছর মহামারীর ধাক্কা সামলে বিশ্বের সিংহভাগ অর্থনীতিই ঘুরে দাঁড়ায়। গতিশীল হয় শিল্প ও উৎপাদন খাত। ফলে মহামারীর আগের চেয়ে বেশি জ্বালানি ব্যবহার হয় ওই বছর। চলতি বছরও জ্বালানির ব্যবহার ঊর্ধ্বমুখী। ব্রিটিশ জ্বালানি তেল ও গ্যাস কোম্পানি বিপি সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তথ্য বলছে, এদিকে অর্থনীতিগুলোয় দ্রুত পুনরুদ্ধার ঘটায় জ্বালানি ব্যবহার থেকে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ, যা প্রায় মহামারীপূর্ব অবস্থার কাছাকাছি। গত বছর জল ও জৈব জ্বালানিসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ১৫ শতাংশ বেড়েছে এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে সৌর ও বায়ু জ্বালানি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন রোধে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে বিশ্বের উন্নত দেশগুলো। লক্ষ্য অর্জনে দেশগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিতে স্থানান্তরের ঘোষণা দিয়েছে। কিন্তু বাস্তবে ঘটছে তার উল্টো। বেশির ভাগ দেশেই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমার পরিবর্তে বেড়েছে।