ইতিহাস

আঞ্জুমান মুফিদুলের ইতিহাস

১৯০৫সালে শেঠ ইব্রাহিম মুহাম্মদ ডুপ্লের উদ্যোগে কলকাতায় এ প্রতিষ্ঠানটি সাংগঠনিক রূপ পায়। কারো নামে প্রতিষ্ঠানটি গড়ে উঠে নি। সেবামূলক এ প্রতিষ্ঠানের নাম দেওয়া হয় “আঞ্জুমান মুফিদুল ইসলাম” । এ তিনটি শব্দের অর্থ হচ্ছে “ইসলামী জনকল্যাণ সংস্থা” ।

১৯০৫ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়কালে এই উপমহাদেশের বেশ কয়েকজন স্বনামধন্য মুসলমান ব্যক্তিত্ব আঞ্জুমানের দায়িত্ব পালন করেন। তাঁদের মধ্যে জাস্টিস সৈয়দ শরফুদ্দিন, প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ, স্যার নবাব সলিমুল্লাহ বাহাদুর, নওয়াব সৈয়দ নবাব আলী চৌধুরী, স্যার খাজা নাজিম উদ্দিন, শেরে বাংলা এ কে ফজলুল হক, খান বাহাদুর এম, আজিজুল হক, খান বাহাদুর এস কে ফজলে ইলাহী, জনাব হোসেন শহীদ সোহরাওয়ারদী ও খান বাহাদুর মনজুর মোরশেদের নাম উল্লেখযোগ্য।

১৯৪৭ সালে কলকাতা আঞ্জুমানের প্রধান প্রশাসনিক কর্মকর্তা জনাব এস এম সালাউদ্দিন ঢাকায় আঞ্জুমানের কার্যক্রম শুরু করেন। ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি এ প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন জনাব হাবিবুল্লাহ বাহার চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী, ইস্ট বেঙ্গল, বিচারপতি হামোদুর রহমান, বিচারপতি এস এম মোরশেদ, এ এম এফ আব্দুল হক ফরিদী, এ.ডি.পি.আই, বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেন, বিচারপতি আমিনুল ইসলাম, বিচারপতি এ এফ এম আহসান উদ্দিন চৌধুরী (প্রাক্তন রাষ্ট্রপতি), সৈয়দ আজিজুল হক, এ বি এম গোলাম মোস্তফা (প্রাক্তন মন্ত্রী ও সচিব), বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, এ বি এম গোলাম কিবরিয়া (প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, আইজিপি, রাষ্ট্রদূত, তাহাঁকে আধুনিক আঞ্জুমানের রূপকার বলা হয়)। বর্তমান দায়িত্বে আছেন জনাব মুফলেহ আর ওসমানী (প্রাক্তন পররাষ্ট্র সচিব)।